ব্রিকস সামিটের সময় উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা করে চীনকে বিভ্রান্ত ও নাকাল করে চলেছে।
ব্রিকস সামিটের সময় উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা করে চীনকে বিভ্রান্ত ও নাকাল করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে উত্তর কোরিয়াকে সামলানোর জন্য চীনকে প্রচন্ড চাপের মধ্যে ফেলছে। চীন যখন ব্রিকস সামিটের আয়োজনে ব্যস্ত ছিল সিয়ামেনে, সেই ব্যস্ততার সৎব্যবহার করে তাদের নতুন থার্মোনিউক্লিয়ার অর্থাৎ হাইড্রোজেন বোমার পরীক্ষা করে উত্তর কোরিয়ার পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার এই অত্যাধিক সাহসী পদক্ষেপকে পাকিস্তান পর্যন্ত নিন্দা করে, নিন্দা করে চীন সমেত ব্রিকসও। উত্তর কোরিয়া ভুলেগেলেও বাস্তবে চীন হলো তাদের একমাত্র অর্থনৈতিক সাথী।