রাজস্থানের যোধপুরের ১৭ বছরের নাবালিকাও এখন নীল তিমির গ্রাসে।

রাজস্থানের যোধপুরের ১৭ বছরের নাবালিকাও এখন নীল তিমির গ্রাসে।

রাজস্থানের যোধপুরের কল্যাণ হ্রদে সোমবার রাত ১১ টার সময়ে এক ১৭ বছরের নাবালিকার হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, তাঁর হাতে নীল তিমির ছবিও খুঁজে পায় পুলিশ।


০৪.০৯.২০১৭, যোধপুর: সোমবার রাতে ১৭ বছরের সেই মেয়েটি বাজারে যাওয়ার নাম করে তার স্কুটার নিয়ে বেরোয় কিন্তু সে বাজারে না গিয়ে যোধপুরের পাহাড়ঘেরা কল্যাণ হ্রদের কাছে তার স্কুটার নিয়ে চক্কর কাটে। তার ঘরে ফিরতে অনেক রাত হয়ে যাওয়াতে মেয়েটির মোবাইল ফোনে তার পরিবারের লোকেরা অনর্গল ফোন করেন কিন্তু সেই ফোন অন্য কোনো ব্যক্তি ধরায় তাঁরা আরও চিন্তিত হয়ে পরে এবং মেয়েটির খোঁজ শুরু করে। 
  ইতিমধ্যে কিছু স্থানীয়রা পুলিশেও খবর দেয় ও জানায় যে মেয়েটিকে কল্যাণ হ্রদের কাছে তার স্কুটার নিয়ে চক্কর কাটতে দেখা গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর মেয়েটিকে ডাকাতে সে তাঁদের দেখে পাহাড়ঘেরা হ্রদে ঝাঁপ দেয়, কিন্তু ভাগ্যক্রমে ঘটনাস্থলে পুলিশ আধিকারিক লেখরাজ সিহাগ ও ডুবুরি ওম প্রকাশ থাকাতে মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়। তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলে যে তার একটা করণীয় কাজ বাকি ছিল ও তা পূরণ করতে সে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রচেষ্টা করে। তার হাতে চাকু দিয়ে খোদাই করা এক নীল তিমি অর্থাৎ ব্লউ হোয়েলের ছবি যার দ্বারা এটা প্রমাণিত হয় যে সেই ১৭ বছরের নাবালিকাটিও এই আত্মঘাতী গেমের পুরোপুরি ভাবে শিকার হতে হতে বেঁচেছে।