চলন্ত ট্রেন থেকে ছিনতাই রুখতে গিয়ে পড়ে মারা গেলেন সুধীর বনশল নামে এক মহিলা।

চলন্ত ট্রেন থেকে ছিনতাই রুখতে গিয়ে পড়ে মারা গেলেন সুধীর বনশল নামে এক মহিলা।

০৩.০৯.২০১৭, দিল্লি: ঘটনাটি রবিবার উত্তর রেলের দিল্লি ডিভিশনে ঘটেছে। ৪২ বছরের মৃতা সুধীর বনশল রবিবারের ভোর রাতে তাঁর যোগ এক্সপ্রেসে চেপে ভিওয়ান্ডি থেকে দিল্লিতে তাঁর ছেলে গৌরবকে তার নতুন হোস্টেলে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। সেইদিন ভোর সাড়ে পাঁচটার সময় পুরোনো দিল্লি স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কমে যায়, আর তাঁর ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে থাকার সুযোগ নিয়ে এক দুষ্কৃতী তাঁর পার্স ধরে টানমারে, ছিনতাই রুখতে ধস্তাধস্তি শুরু হয় উভয়ের। চলন্ত ট্রেনের টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান। ভোর বেলায় ঠিক করে আলো না ফোটার জন্যে দুষ্কৃতীর চেহারা ঠিক করে কোন যাত্রী দেখতে পারেনি আর সেই সুযোগে অপরাধী চম্পট দেয়। গুরুতর আহত গৌরবের মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
  ভোরবেলায় ট্রেন প্রায় ফাঁকা থাকার কারণে অপরাধীকে চিহ্নিত করার মতন বিশেষ কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ, কিন্তু সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 
  ভারতীয় রেলের দুনম্বরি খাবার ও অকথ্য পরিষেবার পাশাপাশি এবার প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তার ওপরেও।