ধোনির ধ্বনি: ইতিহাস তৈরী করলেন তিনি।
মহেন্দ্র সিং ধোনি তাঁর ১০০ তম স্টাম্পিং করে ইতিহাস তৈরী করলেন। তিনি বিশ্বের প্রথম উইকেটকিপার যিনি ও ডি আই সিরিজে ১০০ টি স্টাম্পিং করলেন। তাঁর ৩০১ তম ও ডি আই ম্যাচে তিনি আকিলা দানঞ্জয়াকে স্টাম্পিং করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন।