গত মঙ্গলবার অর্থাৎ ২৯ শে আগস্ট বেঙ্গালুরু থেকে হাওড়া লাইনের এস বি সি-হাওড়া এক্সপ্রেসের এই শোচনীয় অবস্থ্যা দেখে যাত্রীদের নিদ্রা আহার দুটোই উড়ে যাওয়ার জোগাড়।