উত্তর কোরিয়ার হাতে ব্রম্হাস্ত্র।

উত্তর কোরিয়ার হাতে ব্রম্হাস্ত্র।

সাধারণ পারমাণবিক বোমার চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী এই থার্মোনিউক্লিয়ার বোমা।

উত্তর কোরিয়া গত রবিবার তাদের ষষ্ঠতম পারমাণবিক বোমার পরিক্ষা করে। আনুমানিক ভাবে তার শক্তি গত বছরের পরীক্ষিত পারমাণবিক বোমার থেকেও ৯.৮ গুণ বেশি। যেটা গত রবিবার পরীক্ষা করার পর একটা কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি করে যা রিকটার স্কেলের মাপে ৬.৩। 

  সাধারণ পারমাণবিক অস্ত্রের থেকে এই বোমাটি অনেক বেশি শক্তিশালী, এটির নাম হাইড্রোজেন বা এইচ-বোমা। কিম-জং-উনের বক্তব্য এই মারাত্মক পারমাণবিক বোমাটি পুরোপুরি ভাবে উত্তর কোরিয়াতেই উৎপাদিত।