ধৃত ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ড কিশোরী।
ওয়েবডেস্ক: অবশেষে ব্লু হোয়েল গেমের মাস্টার মাইন্ড গ্রেপ্তার রাশিয়া থেকে । তবে অবাক হবার ঘটনা হলো এই মাস্টারমাইন্ড একজন ১৭ বছরের কিশোরী। পুলিসের অনুমান এই কিশোরীই ব্লু হোয়েল গেম নামের মারণ খেলার প্রথমস্তরের অ্যাডমিনিস্ট্রেটর । সোশ্যাল সাইটে সে নিজেকে পুরুষ বলেই জানিয়েছিল। গ্রেপ্তারির পর রাশিয়ান পুলিস কিশোরীটির ছবিও প্রকাশ করেছে । কামচাটকায় তার বাড়িতে তল্লাশি চালানো হয় ।
এপর্যন্ত কয়েক হাজার কিশোর কিশোরী এই মারণ খেলার শিকার হয়েছে।এই গেমে, নিজের হাত কেটে তিমির ছবি আঁকা, গভীর রাতে ভুতের সিনেমা দেখা থেকে শুরু করে একাধিক বিপজ্জনক পর্যায় রয়েছে। আর তাতেই আসক্ত হচ্ছে হাজার হাজার কিশোর কিশোরী। ভারতেও এই খেলার শিকার হয়েছে ৯ থেকে ১০ জন কিশোর কিশোরী।
অভিযোগ, খেলাটি মাঝ পথে ছেড়ে দিলে এই কিশোরী খেলোয়াড়দের পরিবারকে খুন করার হুমকি দিত । এফ-৫৭ নামে রাশিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই গেম ধীরে ধীরে ব্রিটেন ও ভারতেও ছড়িয়ে পড়েছে।
এই কিশোরী খেলায় ৫০টি পর্যায় তৈরি করেছিল বলেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের দাবি।এতে , মানসিক অবসাদে জড়িয়ে পড়ত খেলোয়াড়েরা। তার সুযোগ নিয়েই চরম পর্যায়টি পাড় করতে বলা হত।
এই খেলার সৃষ্টিকর্তা ফিলিপ বুদিকিনকে একবছর আগেই গ্রেপ্তার করেছিল রাশিয়ার পুলিস। এখন সে রাশিয়ারই জেলে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা কাটাচ্ছে। কিন্তু তারপরেও বন্ধ করা যায়নি এই মরণ খেলা।তার একমাত্র চালক এই কিশোরী বলেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের ধারণা।পুলিসের ধারণা কিশোরীর গ্রেপ্তারির পর নতুন কোনও ব্যক্তি ব্লু হোয়েলের অ্যাডমিনের দায়িত্ব পেয়ে যাবেন।তাই , এতো কিছুর পরেও এই মরণ খেলাটি বন্ধ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।