প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই
ওয়েব ডেস্ক : মুম্বই জুড়ে সোমবার থেকেই শুরু হয়েছে জোর বৃষ্টি। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে জল থই থই মুম্বইয়ের অবস্থা নিয়ে বিভিন্ন পোস্ট করতে শুরু করেছেন সেলিব্রিটিরা। বুধবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, জলবন্দি হয়ে পড়েছে বাণিজ্যনগরী।প্রবল বর্ষণে প্রায় গোটা শহরই জলের তলায়। মাঝেমাঝে বৃষ্টির পরিমাণ কমলেও থামার কোনও লক্ষণ নেই। বেশকিছু জায়গায় রীতিমত জলে ঢেউ দেখা যাচ্ছে ।
জলবন্দি মুম্বইয়ে যাতে মানুষকে ঘর থেকে বাইরে না বের হওয়ার আর্জি জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। জলবন্দি মুম্বইতে বিপদের ঝুঁকি নিয়ে যাতে কেও ঘর থেকে বাইরে না বের হন,সেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুম্বইতে বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃষ্টির জেরে বুধবারও স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তবে,আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । আবার উসকে দিচ্ছে ২০০৫ সালের বন্যার ভয়াবহ স্মৃতি। সেবছর একটানা বৃষ্টিতে ডুবে গিয়েছিল বাণিজ্য নগরী। হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।