দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু

দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু

ওয়েব ডেস্ক:একের পর এক  রেল দুর্ঘটনার দায় নিযে রেলমন্ত্রী সুরেশ প্রভু পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন। পর পর পাঁচটি ট্যুইটের মাধ্যমে বুধবার দুপুরে একথা জানান তিনি। রেল দুর্টনায়  নিহত ও আহতদের জন্য  তিনি ব্যথিত ।

এদিন প্রভু লেখেন, প্রায় তিন বছর রেলমন্ত্রী হিসাবে আমি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছি।  দশকের পর দশক ধরে চলতে থাকা অবহেলার ঘাটতিকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজের মাধ্যমে পূরণের চেষ্টা করছি। নতুন ভারত গড়তে গেলে রেলকেও  আধুনিক করা আবশ্যিক। আমি সেই পথেই এগোচ্ছিলাম।একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত।তাই , আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দুর্ঘটনার দায় নিয়েছি। তিনি ,আমাকে অপেক্ষা করতে বলেছেন।এইরূপ উক্তি তিনি তুলে ধরেছেন তাঁর ট্যুইটের মাধ্যমে।