পত্রিকার সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন
আসাদ আলী : অদ্বিতীয়া পত্রিকার ৫ ম বর্ষ সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন ।আগামী ৩রা সেপ্টেম্বর রবিবার রানাঘাট নদিয়ার ৩৪ নং জাতীয় সড়কের পাশে ''পরিমল ভবন ''-এ সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।সম্পাদক মিহির মিশ্র ।আশা করা যায় ২০০-৩০০ কবি,সাহিত্যিক ,ছড়াকার ও জ্ঞানী গুণী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হবে ।প্রবেশ আমন্ত্রণ মূলক ।