পাহাড়ে বিস্ফোরণ : মোর্চার পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্ত দাবি দিলীপের
কলকাতা : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাহাড়ে জোড়া বিস্ফোরণ-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন । তিনি হাওড়ার ডোমজুড়ে এক কর্মী সম্মেলনে বলেন, 'দার্জিলিং বিস্ফোরণের পিছনে কী সত্য লুকিয়ে আছে তা জানতে হলে অবিলম্বে সিবিআই বা এনআইএ তদন্ত করা দরকার। রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করলে কখনই প্রকৃত সত্য সামনে আসবেনা।'
রবিবার দলীয় কর্মিসভায় দিলীপবাবু রাজ্য সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, দার্জিলিংয়ের চকবাজারে বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। কালিম্পংয়ের ঘটনাতেও যুক্ত করা হয়েছে একই ধারা । বিমল গুরুংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আসলে রাজ্য সরকারের প্রতিহিংসার ফল। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। আজ মোর্চা নেতার সঙ্গে সুর মিলে গেলো বিজেপি রাজ্য সভাপতিরও। তিনিও এই ঘটনার পিছনে সরকারের প্রতিহিংসা রয়েছে বলেই মনে করেন।
দিলীপবাবু এদিন অভিযোগ করেন, পাহাড়ের পরিস্থিতি শান্ত হয়ে এসেছিল। পাহাড়ে একটা আলোচনার পরিবেশ তৈরি হয়েছিলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মোর্চার বৈঠকের পর বরফও গলতে শুরু করেছিল। কিন্তু, সেই আলোচনার পরিস্থিতি ভেস্তে দেওয়ার জন্যই এই বিস্ফোরণ কি না তা তদন্ত করে দেখা দরকার। অযথা, পাহাড়ের পরিস্থিতি জটিল করে তুলছে রাজ্য সরকার। তাই, বিস্ফোরণের পিছনে আসলে কারা দায়ী তা জানতেই সিবিআই বা এনআইএ তদন্ত জরুরি।