বহরমপুর থেকে সড়ক পথে মালদার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী
মুর্শিদাবাদ: বহরমপুর স্টেশন থেকে সড়ক পথে মালদার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী৷
এদিন বিকেলে ধনধান্য এক্সপ্রেসে কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। রাত ৮টা নাগাদ পৌঁছান বহরমপুর কোর্ট স্টেশনে । যাত্রী সাধারণ যাতে কোনো সমস্যায় না পড়েন, সেজন্য এদিন ধনধান্য এক্সপ্রেস বহরমপুর স্টেশনে প্রতিদিনের চেয়ে কয়েক মিনিট বেশী দাঁড়ায়।
স্টেশনে উপস্থিত উৎসুক জনতা মুখ্যমন্ত্রীকে দেখতে ঝাঁপিয়ে পড়েন। হাত নেড়ে তিনি সকলকে অভিনন্দন জানিয়ে স্টেশন থেকে বেরিয়ে যান৷ মুর্শিদাবাদ সার্কিট হাউসে রাত্রিবাসের কথা ছিল । সেজন্য, প্রশাসনের তরফে যাবতীয় আয়োজনও করা হয়েছিল সার্কিট হাউসে৷ মুর্শিদাবাদে রাত্রিবাসের পর সোমবার সকালে ফরাক্কা পরিদর্শন করে সড়ক পথেই মালদা যাওয়ার কথা ছিলো মুখ্যমন্ত্রীর৷
সেখান থেকে উত্তরবঙ্গে রওনা দেওয়ার কথা থাকলেও আচমকা মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছানোর পর সিদ্ধান্ত বদলে জেলার সার্কিট হাউসের পরিবর্তে সোজা মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর আচমকা এই সিদ্ধান্ত বদলকে কেন্দ্র করে প্রশাসন ও শাসকদলের অন্দরে চরম ব্যস্ততা পরিলক্ষিত হয়৷তবে ,বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাসকদলের নেতা থেকে পুলিশ প্রশাসনের কর্তারা৷
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বহরমপুর স্টেশন সহ সমগ্র শহর কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিলো ৷ যুব তৃণমুলের রাজ্য সাধারণ সম্পাদক সৌমিক হোসেন বলেন "আপাতত ঠিক আছে, উনি উত্তরবঙ্গ সফর শেষে মুর্শিদাবাদ হয়েই কলকাতা ফিরবেন৷''