৭২ বছর পর মিললো বিৃটিশ নৌবাহিনীর নিখোঁজ জাহাজ
সত্তর বছর পর খুঁজে পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যাওয়া বিৃটিশ নৌবাহিনীর একটি জাহাজ। উত্তর প্রশান্ত সাগরের ১৮ হাজার ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে ওই জাহাজকে।
১৯৪৫ সালের ৩০ জুলাই, জাপানিজ সাবমেরিন ডুবিয়ে দিয়েছিল জাহাজটিকে । মাত্র ১২ মিনিটে জাহাজটি ডুবে যাওয়ায় কোন তথ্য দিয়ে যেতে পারেনি জাহাজের নাবিকরা। ফলে জাহাজটিকে নিয়ে ছিল অসংখ্য কাল্পনিক আলোচনা।
জাহাজটি থেকে ১২০০ নাবিকদের মধ্যে ৮০০ জনই বেঁচে গিয়েছিলো। কিন্তু বেশিরভাগই তীরে পৌঁছায়নি। শেষ পর্যন্ত মাত্র ৩১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।তবে , মজার ব্যপার হলো, ওই ৩১৬ জনের মধ্যে এখনো ২২ জন জীবিত আছেন। এই জাহাজ নিয়ে ‘নেম অব কারেজ’ নামেরএকটি ফিল্মও করা হয়েছিল।
প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন অংশ থেকে এই জাহাজ আবিষ্কার করেছে ভ্যাসেল পেট্রেলের ১৩ জন গবেষকের একটি দল। দলনেতা পল এলেন, যিনি একাধারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, এই আবিষ্কারকে মূল্যায়ন করে বলেন, ‘সকলকে এই জাহাজ সম্পর্কে জানাতে হবে। এটি ২য় বিশ্ব যুদ্ধে বিষ্ময়কর অবদান রেখেছিল।’