২২ অগাস্ট গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা
কলকাতা: টাকা তোলা কিংবা জমা দেওয়া যাই কাজ থাকুক আপনার , সপ্তাহের প্রথম দিনই সেরে ফেলার কথা ভাবুন৷ নইলে সমস্যায় পড়বেন ৷ কারণ মঙ্গলবার ২২ অগাস্ট গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা ৷ ঐদিন, সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ৷কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে খুব তাড়াতাড়ি অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণের কথা ঘোষণা করেছে । যে সব ব্যাঙ্ক বেশ কয়েকবছর ধরে লাভের মুখ দেখতে পারছে না, সেগুলিকে আর এককভাবে চালাতে আগ্রহী নয় কেন্দ্র ৷ বিভিন্ন ব্যাঙ্ককে বেসরকারিকরণ ও সংযুক্তিকরণেরই পক্ষপাতী সরকার ৷
কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ১৮টি দাবি নিয়ে আগামী ২২ অগাস্ট সারা ভারত জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক অফিসার ও কর্মচারীদের ৯টি সংগঠন ৷ গোটা দেশে মোট ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে জানা গেছে৷