আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কি মার্ক জুকারবার্গ !
আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কি মার্ক জুকারবার্গ !
ওয়াশিংটন: ফেসবুকের চেয়ারম্যান ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন মার্ক জুকারবার্গ কি আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি ! এই নিয়ে জল্পনা চলছে । সূত্রের খবর ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে ৷ এর জন্য একজন প্রধান কৌশলবিদ ও সিনিয়র কনসালটেন্টদের নিয়ুক্ত করেছেন তিনি ৷ রাজনীতির বিভিন্ন কৌশন নিয়ে তাঁকে সাহায্য করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি ব্যারাক ওবামার অ্যাডভাইসার ও হিলারি ক্লিনটনের চিফ স্ট্রেটেজিস্ট কে জুকারবার্গ নিযুক্ত করেছেন বলেই খবর৷ তবে, জুকারবার্গ এরকম সমস্ত সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন
জানা গেছে,২০১৭ সালে লিসনিং টুরে ৫০টি রাজ্য পরিদর্শনে যাবেন ৷ সেখানকার নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ যদি তিনি নির্বাচনে লড়েন তাহলে এবং হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময় করা খরচের সঙ্গে তুলনা করলে দেখা যাবে সেটা জুকারবার্গের মোট এস্টেটের এক শতাংশ মাত্র ৷ বলা হয়ে থাকে যে এখন পযন্ত নির্বাচনে সবচেয়ে বেশি খরচ করেছেন হিলারি ক্লিন্টন ৷