দৌড়ের রাজা: উসেইন বোল্টের শেষ দৌড়

দৌড়ের রাজা: উসেইন বোল্টের শেষ দৌড়

১১ বার বিশ্ব চ্যাম্পিয়ন উসেইন বোল্ট গত শনিবার ২০১৭ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার পেশার শেষ দৌড় দৌড়ালেন। যদিও আমেরিকার জাস্টিন গ্যাটলিনের গোল্ড মেডাল জেতাতে জ্যামাইকার এই সুখ্যাত দৌড়বাজ উসেইন বোল্ট সেইদিনকে ব্রোঞ্জ পেলেন।
  সেই শনিবার উসেইন বোল্ট ট্র্যাককে চুম্বন দিয়ে বিদায় জানান এবং তার রেকর্ড তালিকায় ২৩ টি মেডাল।