হায়দ্রাবাদের বানজারা হিলস্ এলাকার গেস্ট হাউসে দিল্লির মেয়ে ধর্ষিত।
ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৪, ৩৭৬ এবং ৫০৬ মামলা দায় করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
১৬ই আগস্ট, হায়দ্রাবাদ: দুই মহিলা এবং এক পুরুষ হায়দ্রাবাদের বানজারা হিলস্ এলাকায় ছুটি কাটাতে গিয়ে ওখানকারই এক গেস্ট হাউসে ওঠে। ছেলেটি তার প্রেমিকার সাথে একটি ঘর নেয় ও অপর মহিলাটি একটি আলাদা ঘর নেয়।
চারজন নেল্লোরের বাসিন্দা যারা ওই একই গেস্ট হাউসে ছিল, মেয়েটিকে একা থাকতে লক্ষ্য করে। ১৬ই আগস্টের ভোরবেলাতে সেই চারজনের একজন মেয়েটির ঘরের দরজা ধাক্কায় এবং মেয়েটি দরজা খোলায় তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে তাদের ঘরে নিয়ে যায় ও ধর্ষণ করে।
বাকি তিন অভিযুক্তকারীরা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে।
ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৪, ৩৭৬ এবং ৫০৬ মামলা দায় করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত এখনো চলছে।